প্রকাশিত: Sun, Mar 10, 2024 12:04 PM
আপডেট: Tue, Apr 29, 2025 4:38 AM

[১]চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

এম এম লিংকন: [২] বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইটে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকায় পৌঁছান।

[৩] শনিবার (৯ মার্চ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন। 

[৪] পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৩ মার্চ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান।

[৫] ২০১৯ সালের মার্চে হৃৎপিণ্ডে তিনটি ব্লক ধরা পড়ে টানা তিনবারের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। পরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়। এরপর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন তিনি।সম্পাদনা: সমর চক্রবর্তী